অর্থের কাছে হার মানে সম্পর্ক!

 আমাদের আশপাশে নানান ধরনের মানুষ বসবাস করে। সবার মধ্যেই রয়েছে হিংসা, ভালোবাসা, প্রেম কিংবা রাগ-ক্ষোভ।প্রকৃত অর্থে, মতবিরোধ বা দ্বন্দ্ব নয় বরং নীরবতা বা চাটুকারিতা বা খোশামোদ সম্পর্ক নষ্ট করে ফেলে। সম্পর্ক নষ্টের আরেকটি প্রধান কারণ হলো অর্থ।অর্থই মানুষের সম্পর্কের ফাটল ধরায়। মানুষ টাকার পিছনে ছুটতে গিয়ে অনেক সময় সম্পর্কের তোয়াক্কা করে না। এসব কারনে অর্থের দূরত্ব,রক্তের দূরত্ব বাড়িয়ে দেয়।

আমাদের শৈশবকাল টা যেন জীবনের সবচেয়ে ভালো সময়। তখন আমরা খেলাধুলা পড়াশোনা আর সবার ভালোবাসার মধ্যেই থাকি। ভাই বোনদের খুনসুটি মা-বাবার বকাঝকা এটাই যেন থাকে জীবনের আনন্দ। কিন্তু  বড় হয়ে যাওয়ার সাথে সাথে ভাই বোনের সম্পর্ক আর ভাই বোনের সম্পর্ক থাকে না। তখন যতোটুকু সম্পর্ক থাকে তা শুধুই সম্পদের।

বয়স বাড়তে থাকলে যেমন জীবনে আনন্দগুলো অনুভূতিগুলো বদলাতে থাকে তেমনি সম্পর্কের মধ্যেও যেন অন্যরকম একটা অনুভূতি চলে আসে।বয়স বাড়ার সাথে সাথে মনে হয় সম্পর্কের দূরত্ব বেড়ে যায়। একটা সময় এই সম্পর্কগুলো পরিমাপ করা হয় অর্থের মাপকাঠিতে। মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতার।

সম্পর্ক নষ্টের অন্যতম কারণ ইগো বা অহংবোধ। হঠাৎ গজিয়ে ওঠা মানুষদের ইগো টা যেন একটু বেশি হয়। অনেক সময় অনেক নিকটাত্মীয় অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে অনেকের কাছের আত্মীয় পরিচয় দিতে অনিচ্ছা পোষণ করেন। তাঁরাই আবার অনেক দূরসম্পর্কীয় সম্পদশালী আত্মীয়ের পরিচয় দিতে একটুও লজ্জাবোধ অথবা ইতস্তত করেন না। প্রাউড ফিল করেই যেন সম্পর্কের পরিচয়টা দেন। প্রাধান্য পায় অর্থ সম্পদ। তখন অর্থই হয়ে উঠে সম্পর্কের প্রদান ধারক-বাহক।


যখন দূরসম্পর্কীয় সম্পদশালী আত্মীয়র পরিচয় দেন তখন পরিচয় দেয়ার ক্ষেত্রে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় নিজ স্ট্যাটাস। রক্তের সম্পর্ক বলে আপাতত তখন কোনো পরিচয় থাকে না। ভুলে যাই নিজেই নিজের রক্তের আত্মীয়কে। প্রিয় হয়ে ওঠে অনাত্মীয় গুলো। বাস্তবতা বড়ই নির্মম। কিন্তু কেন এই প্রহসন!


বাড়ির কোন বড় অনুষ্ঠান ঈদ কিংবা অন্য কিছুতে পারিবারিকভাবে দাওয়াত পায় না পরিবারের লোক, শুধুমাত্র ওরা স্ট্যাটাসে পিছিয়ে বলে, কিন্তু দাওয়াত পেয়ে যায় অর্থের মাপকাঠিতে আত্মীয় হওয়া অনাত্মীয় গুলো।


আস্তে আস্তে যখন এই অর্থের দূরত্ব বাড়তে থাকে তখন রক্তের সম্পর্ক গুলোর দূরত্ব বাড়তে থাকে। অনেকটা সময় পর রক্তের সম্পর্ক গুলো অর্থের কাছে হার মানে। ভুলে যায় সে খুনসুটি সময়ের কথা, দম্ভ আর অহংকারের হারিয়ে যাই সেই ভালোবাসার মানুষগুলো। বড় হয়ে ওঠে আর্থিকভাবে স্বাবলম্বী মানুষগুলো। ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থার যেখানে মানুষকে বিচার করা হয় সম্পদ দিয়ে।

এভাবে একটা সময় অর্থের দূরত্ব,রক্তের দূরত্ব বাড়িয়ে দেয়।


 লেখক:ব্লগার,রেজাউল হক।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন সমাজ ব্যবস্থায় হাটছি আমরা

সোনামণির স্কুল যাত্রায় হতে হবে সতর্ক!

প্রসঙ্গ:কিশোর গ্যাং